জৈন্তা বার্তা ডেস্ক :
ডিসেম্বর / ১৬ / ২০২০
০৮:১৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর / ১৭ / ২০২০
০৮:৫৩ অপরাহ্ন
আগামী শনিবার ১৯ ডিসেম্বর শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্ত এখনো সিট প্ল্যান দেওয়া হয়নি। ফলে ধারনা করা হচ্ছে পরীক্ষা এ তারিখে নাও হতে পারে। একটি বেসরকারী টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী পরীক্ষা স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন।
১৯ ডিসেম্বরই লিখিত পরীক্ষা: বার কাউন্সিলের নোটিশ
শিক্ষানবিশ আইনজীবীরা করোনা কালের শুরু থেকে লিখিত পরীক্ষা না নিয়ে শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে পাশ করার দাবিতে আমরন অনশনসহ আন্দোলন করছেন। এ দাবির সমর্থনে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর মিসবাহ জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। যদিও শেষ মুহুর্তে এসে আন্দোলনকারীদের সূর নরম হয়েছে। তারা হার মেনে নিয়ে বলছেন তারা পরীক্ষা দিতে প্রস্তুত। তবে প্রিপারেশনের জন্য দুমাস সময় দেওয়া হোক।
আন্দোলন করতে গিয়ে তাদের প্রস্তুতি নিতে পারেনি বলে পরীক্ষা পেছানোর দাবি করছেন। এ দাবিতে আজ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকায় আন্দোলনরতরা জাতীয় প্রেসক্লাবে সমবেত হয়ে বার কাউন্সিলের সভাপতি এটর্নী জেনারেলের সাথে দেখা করবেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, পরীক্ষা পেছানোর বিষয়ে বার কাউন্সিল নীতিগতভাবে একমত হতে পারে। তবে সেক্ষেত্রে আর আন্দোলন করবেন না বলে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে আন্দোলনকারীদের।তারা ৭টায় লিখিত প্রতিশ্রুতি দিতেই একসাথে সমবেত হচ্ছেন বলে আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গেছে।
এদিকে সারা দেশের প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ বিষয়ে বারকাউন্সিল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে পরীক্ষা এ তারিখে করতে বার কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল সিট প্ল্যান প্রকাশ করা হতে পারে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।