সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগ জুড়ে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’। বিকেল গড়াতে না গড়াতেই এবার সিএনজি-অটোরকিশা মালিক ও শ্রমিকরাও ডেকেছেন ৪৮ ঘন্টার কর্মবিরতি। আগামী সােমবার ও মঙ্গলবার সিলেট জেলাজুড়ে কোনাে ধরণের সিএনজি-অটোরকিশা চলবে না সিদ্ধান্ত নেন মালিক ও শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের সভাপতি শ ম জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ দফা দাবি আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। সর্বশেষ আপডেট জানতে পড়ুন.. আজ থেকে সিএনজি-অটোরকিশার ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে এক মতবিনিময় সভায় সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আগামী মঙ্গলবার থেকে ৭২ ঘন্টার ধর্মঘট ডেকেছে ট্রাক-ভ্যান-পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
ই/ডি