গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান বর্তমানে করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে সেলফ আইসোলেশনে আছেন।
উনার আশু রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে জিএসসি ইউকের নের্তৃবৃন্দ এক বিবৃতি পাঠিয়েছেন । বিবৃতিতে সংগঠনের সাধারন সম্পাদক জনাব খসরু খান, কোষাধ্যক্ষ সালেহ আহমদ, জিএসসির পৃষ্ঠপোষক হাসনাত এম হোসেইন, কে এম আবু তাহের চৌধুরী, আলহাজ্ব নাসির আহমদ, সাবেক কেন্দ্রিয় চেয়ারপার্সন মনছব আলী, কেন্দ্রীয় সহ সভাপতি মীর্জা আছহাব বেগ, বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, এ এফ এম চুন্নু, আশরাফ আহমেদ, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাধারন সম্পাদক ফজলুল করীম চৌধুরী, ট্রেজারার সুফী সুহেল আহমদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ফখর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক ফিরোজ খান, ট্রেজারার মোঃ সিতার আহমদ, ইস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন মোঃ ছুনু মিয়া, সম্পাদক তমিমুল ইসলাম চৌধুরী, ট্রেজারার কাজী মাসুদ, দ্যা সাউথ রিজিওনের চেয়ারপার্সন আরজু মিয়া এমবিই, সাধারন সম্পাদক আব্দুল গণি, ট্রেজারার মোস্তাক আহমদ, চেস্টার নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আব্দুল মালিক,সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ট্রেজারার মোঃ কয়সর মিয়া, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক আব্দুল মালিক কুটি এবং ট্রেজারার আব্দুল নূর চৌধুরী ,এসেক্স শাখার সাধারন সম্পাদক আব্দুল হক আবু, ট্রেজারার গোলাম মোস্তফা , ব্রেডফোর্ড শাখার চেয়ারপার্সন তৌফিক আলী মিনার সহ সকল নেতৃবৃন্দ ব্যারিস্টার আতাউর রহমানের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন l
এস/সি/ইউ