মিহির টিউটোরিয়াল আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ এর উদ্বোধন করেন ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট পরিবারের সহ-সভাপতি কবি, শিক্ষক মারমুখী ব্যাটসম্যান হিমেল রায়।গ্রামীণ আবহে ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট পরিবার আর মানস খাদিমনগর ইউনিয়ন শাখার মধ্যে অনুষ্ঠিত হয়।এতে ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট পরিবার চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ও প্রকাশক , ভোরের কাগজ পত্রিকার সিলেট প্রধান ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানস সিলেট পরিবারের সাধারণ সম্পাদক প্রভাষক মিহির মোহন, স্থানীয় ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কমিশনার প্রার্থী মোছাম্মৎ শিবলি বেগম, জৈন্তা বার্তার আইটি বিভাগের শিউলি বেগম। এছাড়া উপস্থিত ছিলেন পাঠক ফোরাম সিলেটের কার্যকরী কমিটির সদস্য আজাদ আহমদ , মানস সিলেট জেলা শাখার সদস্য মহিউদ্দিন জয়। অতিথিরা এ খেলা আয়োজনের জন্য মিহির টিউটোরিয়ালকে ধন্যবাদ জানান। দুদলের খেলোয়াড়দের ভাল উদ্যোগকে স্বাগত জানান।