সিলেট নগরের সবিদবাজার এলাকার ফাজিলচিশতে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতেই তাকে আটক করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের।
আটক ট্রাক চালক জাহিদ মিয়া (৪৮) বগুড়ার শিবগঞ্জের মৃত মোজাহার হোসেনের ছেলে।
আশরাফ উল্লাহ তাহের বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ৪টি ট্রাকে অগ্নিসংযোগ করে। ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১, ঢাকা মেট্রো চ ২৪-২০০৯, বগুড়া ট ১১-১৮৮৫ এবং যশোর ট ১১-২০৫৭ এই নাম্বারের ট্রাকগুলো পুড়ানো হয়। এছাড়া অনেক ট্রাক ভাঙচুরের শিকার হয়।
এন/সি