গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে পদযাত্রার আহ্বান জানিয়ে সমর্থকদের উদ্দেশে দেওয়া নিজের বক্তব্যকে ‘পুরোপুরি সঠিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তার বক্তব্য একেবারে সঠিক ও যথোপযুক্ত ছিল।
এসময় দাঙ্গা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে কংগ্রেসে ডেমোক্র্যাটদের অভিশংসনের প্রচেষ্টাকে নিতান্তই ‘হাস্যকর’ বলেও উড়িয়ে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গতঃ আগামী ২০ জানুয়ারি তার প্রেসিডেন্টের মেয়াদকাল শেষ হচ্ছে। এরপর তিনি হোয়াইট হাউস ত্যাগ করবেন।
তবে এর আগেই আজ বুধবার প্রতিনিধি পরিষদ অভিশংসনের জন্য তার বিরুগ্ধে ভোট প্রস্তাব আনবে বলে জানা গেছে ।
অভিশংসন প্রচেষ্টা বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি, এটি ঘটলে দেশে বিপজ্জনক কিছু ঘটবে এবং প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করবে। যদিও আমরা সহিংসতা চাই না।
বিবিসি বলছে, হোয়াইট হাউস থেকে বেরিয়ে মার্কিন-মেক্সিকো সীমান্ত সফরে এমন মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন কংগ্রেসে তাণ্ডবের পর এটি ডোনাল্ড ট্রাম্পের জনসমক্ষে প্রথম বক্তব্য। সেই তাণ্ডবে ১ জন পুলিশ অফিসারসহ ৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।
এস/সি/ইউ