আজ ২১ জানুয়ারি সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন প্রায় ৫.৫ লক্ষ অর্থাৎ ৫,৬১,৯২৬ জন l
■ অদ্যাবধি সর্বমোট ৬,৯৮,৩২,৭৮৬ জন সুস্থ হয়েছেন l
■ বর্তমানে আক্রান্ত আছেন ২,৫৩,৬৭,২১০ জন, যাদের মধ্যে ১ লক্ষ ১২ হাজার ৩৩৭ জন গুরুতর অসুস্থ l
■ আজকে নতুন আক্রান্ত হয়েছেন ৬,৭১,১৯৮ জন, এবং
■ সর্বমোট সনাক্তকৃত রোগী ৯,৭২,৮১,৬০২ জন l
সকলের সুস্থতা কামনায় বিবৃত করছি গত ২৪ ঘন্টায় ১৭,২৯৯ জনের মৃত্য বৃত্তান্ত,
■ শুরু থেকে আজ পর্যন্ত সারা বিশ্বে মৃত্যু হয়েছে মোট ২০,৮১,৬০৬ জন l
সূত্রঃ -worldometers
এস/সি/ইউ