জকিগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি রহিম উদ্দিনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক জকিগঞ্জের মৌলভীরচক এলাকার আব্দুল হাদীর ছেলে।
গতকাল মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নারই গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকেল আনুমানিক ৩ টার দিকে জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের অন্তর্গত মৌলভীরচক এলাকায় এক ৭ বছরের শিশু কন্যা তার পাশের বাড়ির উঠানে সুরমা নদীর পাড়ে বরই গাছের নিচে পড়ে থাকা বরই কুড়াতে যায়। এসময় একই এলাকার আব্দুল হাদীর ছেলে রহিম উদ্দিন (২১) শিশুকন্যাটিকে একা পেয়ে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার সাইফুল আলম সংবাদমাধ্যমকে জানান, শিশু ধর্ষণের মত স্পর্শকাতর ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িত একমাত্র আসামীকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
এস/সি/ইউ