বিলাল উদ্দিন, কুয়েত থেকে
এপ্রিল / ০৪ / ২০২১
০৫:৩২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল / ০৪ / ২০২১
০৬:৪২ অপরাহ্ন
কুয়েতে এক আনন্দঘন পরিবেশের মধ্যমে দিয়ে কবি ওমর ফারুক জীবনকে বিদায় সংবর্ধনা করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) কুয়েত সিটিতে বাংলাদেশ লেখক ফোরাম কুয়েত, বাংলাদেশ সাহিত্য অঙ্গন কুয়েত ও প্রবাসী কবি পর্ষদ কুয়েত যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন।
কবি সৈয়দ মোজাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রফিকুল ইসলাম ভুলু । প্রধান অতিথি সোয়েব আহমেদ । বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ আক্তারুজ্জামান সামস, শফিকুল ইসলাম শফিক, জায়েদুর রহমান জায়েদ, সেলিম রেজা, সাংবাদিক আ,হ জুবেদ, মঈন উদ্দিন সরকার সুমন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃতি করেন, কবি ইমরান শিকদার, কবি এম এম মিঠু ও কবি আজাদ নূর।
এম/আর