হেলাল আহমদ,লেবানন প্রতিনিধি
এপ্রিল / ০৫ / ২০২১
০৩:৫৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল / ০৫ / ২০২১
০৩:৫৩ পূর্বাহ্ন
রোববার (৪ এপ্রিল) লেবানন বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট(বোয়িং ৭৮৮) ২৭৮ জন বাংলাদেশী নিয়ে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আগামীকাল সোমবার তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
লেবাননে দীর্ঘদিন রাজনৈতিক, অর্থনৈতিক,ডলার সংকট সহ কাজ হারিয়ে বেকারত্ব জীবন এবং বৈধ কাগজপত্র বিহীন প্রবাসীদের দেশের ফেরার দাবীতে দূতাবাস "স্বেচ্ছায় দেশে ফিরতে বিশেষ কর্মসূচী" ঘোষণা করেন।
গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল নাম নিবন্ধনের এই কার্যক্রম। দেশে ফিরতে নাম নিবন্ধনকারীদের নিয়ে এটি সর্বশেষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট হয়েছে।