জকিগঞ্জ প্রতিনিধি
এপ্রিল / ০৭ / ২০২১
১২:২৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল / ০৭ / ২০২১
১২:২৪ পূর্বাহ্ন
জকিগঞ্জ উপজেলার পৌর শহরে ও বাবুরবাজারে ব্যবসায়ীরা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
মহামারি করোনার ভাইরাসের আক্রমণ টেকাতে সরকার ঘোষিত এ লকডাউন মানতে নারাজ জকিগঞ্জের ব্যাবসায়ী ও সাধারণ মানুষ।
এদিকে যেমন আক্রান্তের হার যেমন বাড়ছে তেমনি মৃত্যুর হার ও বাড়ছে। তাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকার চলতি মাসের ৫ তারিখ থেকে ১১ তারিখ পষর্ন্ত লাকডাউন যোষণা করেছে। সুষ্ঠুভাবে লকডাউন পালিত করতে মাটে কাজ করেছে উপজেলা প্রসাশন ও পুলিশ প্রসাশন।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ২টায় লকডাউনের প্রতিবাদে জকিগঞ্জ পৌরশহরে ব্যাবসায়ী ও সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। এতে ব্যবসায়ীরা বলেছেন, গণপরিবহন বন্ধ থাকলেও চলছে অবাধে মানুষের চলাফেরা। অনেকের মুখে মাক্সও নেই। আমাদের দোকান বাড়া দিতে কষ্ট হচ্ছে তাই প্রসাশনের প্রতি আমাদের অনুরোধ আমাদেরকে আগের মতো সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করার সুযোগ করে দিন।