জৈন্তা বার্তা ডেস্ক
জানুয়ারী / ১৩ / ২০২২
০৪:১৯ অপরাহ্ন
আপডেট : অগাস্ট / ১৪ / ২০২২
০৫:৪২ অপরাহ্ন
64
Sharesনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইলুমদি বাগবাড়ি এলাকা পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন— মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতি করছিল ওই তিনজন। পরে তাদের আটক করে পিটিয়ে আহত করা হয়। দুজন ঘটনাস্থলেই ও একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা জানান, নিহত তিনজন এলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জৈন্তা বার্তা ডেস্ক
জানুয়ারী / ১৩ / ২০২২
০৪:১৯ অপরাহ্ন
আপডেট : অগাস্ট / ১৪ / ২০২২
০৫:৪২ অপরাহ্ন