জৈন্তা বার্তা ডেস্ক
মে / ১৪ / ২০২২
১২:০২ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৬ / ২০২২
০৮:৫৫ অপরাহ্ন
27
Sharesভারতের রাজধানী দিল্লির পশ্চিমাঞ্চলে মুন্ডকা মেট্রো স্টেশন লাগোয়া একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে আগুনে ভস্মীভূত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন।
আগুনের সূত্রপাতের সময় ভবনটিতে ৭০ জনেরও বেশি লোক ছিল এবং পুলিশ জানালা ভেঙে দড়ি ব্যবহার করে লোকদের উদ্ধার করে। বেশিরভাগ মৃতদেহ দ্বিতীয় তলায় পাওয়া গেছে বলে জানা গেছে।
চিফ ফায়ার অফিসার অতুল গর্গ জানিয়েছেন, এখনো ৩০ থেকে ৪০ জনের ভবনে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভবন থেকে লাশ সরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ভবনে আটকে পড়া ১২ জনকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে দমকলের মোট ২৪টি বাহিনী।
পুলিশ জানিয়েছে, ওই কোম্পানির মালিককে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জৈন্তা বার্তা ডেস্ক
মে / ১৪ / ২০২২
১২:০২ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৬ / ২০২২
০৮:৫৫ অপরাহ্ন