জৈন্তা বার্তা ডেস্ক
মার্চ / ১৯ / ২০২২
০৫:৫৬ অপরাহ্ন
আপডেট : অগাস্ট / ১৪ / ২০২২
০৬:১৯ অপরাহ্ন
55
Sharesচট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই ‘এমভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনায় সাত নাবিক নিখোঁজ রয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের ওই জাহাজটি ডুবে যায়। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ নাবিক ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেনে সাতজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
জৈন্তা বার্তা ডেস্ক
মার্চ / ১৯ / ২০২২
০৫:৫৬ অপরাহ্ন
আপডেট : অগাস্ট / ১৪ / ২০২২
০৬:১৯ অপরাহ্ন