জৈন্তা বার্তা ডেস্ক
অগাস্ট / ০২ / ২০২২
০৫:৩০ অপরাহ্ন
আপডেট : অগাস্ট / ১৪ / ২০২২
০৬:৪৮ অপরাহ্ন
74
Shares“তোমার দক্ষতা, তোমার ক্যারিয়ার” স্লোগানকে সামনে রেখে ৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডার প্রাপ্ত জনাব গাজী মিজানুর রহমান স্যারের নেতৃত্বে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রথমবারের মত দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড।
দেশের প্রতিটি জেলায় কমিটি গঠন করা হয়েছে। তার ধারাবাহিকতায় বগুড়া জেলা কমিটিও অনুমোদন পেয়েছে।
বগুড়া জেলা কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, কো-অর্ডিনেটর -মো: রিয়াজুল ইসলাম রিয়াদ, সহকারী কো-অর্ডিনেটর- মোমেনা আক্তার, স্কুল টিম ম্যানেজার-মেহেরুল ইসলাম, কলেজ টিম ম্যানেজার- মাহমুদা টুম্পা, মাদ্রাসা টিম ম্যানেজার- মো: আব্দুর রউফ, পলিটেকনিক টিম ম্যানেজার- ফারহান তানভীর, জাতীয় বিশ্ববিদ্যালয় টিম ম্যানেজার- মো: আনোয়ার হোসাইন।
কেন্দ্রের আদেশে অন্যান্য জেলার ন্যায় বগুড়া জেলার উপজেলাসমূহে কমিটি গঠন করা হচ্ছে।
জৈন্তা বার্তা ডেস্ক
অগাস্ট / ০২ / ২০২২
০৫:৩০ অপরাহ্ন
আপডেট : অগাস্ট / ১৪ / ২০২২
০৬:৪৮ অপরাহ্ন