জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ১০ / ২০২২
০৫:৫৭ অপরাহ্ন
আপডেট : অগাস্ট / ১৪ / ২০২২
০৭:৩৫ অপরাহ্ন
40
Sharesরোটারী ক্লাব অব গ্রান্ড সিলেটের অর্থায়নে একজন বেকার লোকের কর্মসংস্থানের উদ্দেশে একটি রিক্সা ভ্যান বিতরণ করা হয়েছে।
শুক্রবার ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট (২০২১-২০২২) রোটারিয়ান জনাব রিপন চন্দ্র সরকারের অবস্থানরত বাসভবন ২৭/বি ছায়াতরু, লামাবাজার, সিলেট এর নিচতলায় উক্ত রিক্সা ভ্যান বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের আইপিপি রোটারিয়ান জনাব মোঃ রফিকুল ইসলাম,পিপি রোটারিয়ান জনাব মোঃ জামাল বক্স, রোটারিয়ান মোঃ ফয়সল, রোটারিয়ান মোঃ আমিন উদ্দিন আল আজাদ, রোটারিয়ান মোঃ বদরুজ্জামান, রোটারিয়ান জনাব কাজল বরন দেব ও রোটারিয়ান জনাব সজল বরন দেব।
জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ১০ / ২০২২
০৫:৫৭ অপরাহ্ন
আপডেট : অগাস্ট / ১৪ / ২০২২
০৭:৩৫ অপরাহ্ন